Wellcome to National Portal
Main Comtent Skiped

নাটোর জেলা কারাগারের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। 


সাংগাঠনিক কাঠামো

নাটোর জেলা কারাগারের সাংগঠনিক অবকাঠামো

 জেল সুপার

অনুমোদিত পদ-৮৬ জন

সাধারণ বিভাগ

চিকিৎসা বিভাগ

জেলার-০১

সহকারী সার্জন-০১

প্রেষণে নিয়োগ

ডেপুটি জেলার-০২

পুরুষ-০১, মহিলা-০১

ডিপ্লোমা নার্স-০২

সর্বপ্রধান কারারক্ষী-০১

গাড়ি চালক-০১

হিসাব রক্ষক-০১

 

প্রধান কারারক্ষী-০৩

 

কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১

 

সহকারী প্রধান কারারক্ষী-০৬

 

সহকারী মেট্রন-০১

 

কারারক্ষী-৫৬

 

মহিলা কারারক্ষী-০৭

বাবুর্চি-০১
পরিচ্ছন্নতা কর্মী-০১
 বি:দ্র:

ক) *চিহ্নিত পদসমূহ স্ব:ম:--২০১৪(অংশ-০১)-১৮, ১২.০১.১৭ তারিখে নতুন সৃজন করা হয়েছেঅ

খ) পূর্বের বিদ্যমান পদের সাথে মহিলা ডেপুটি জেলার-০১, ডিপ্লোমা নার্স-০১, সর্বপ্রধান কারারক্ষী-০১,

হিসাব রক্ষক-০১, সহকরী মেট্রন-০১, কারারক্ষী-২৫, মহিলা কারারক্ষী-০২, বাবুর্চি-০১, গাড়িচালক-০১, পরিচ্ছন্নতাকর্মী-০১ মোট= ৪১ টি পদ বৃদ্ধি করা হয়েছে।

গ) ২০১৬ সনে মোট জনবল ৪৫ জন, ২০১৭ সনে মোট জনবল ৮৬ জন।