Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

*** কারাগারের পরিচিতি : উত্তরা গণভবন, জীবনানন্দ দাসের বনলতা সেন ও রানী ভবানীর ঐতিহ্য মন্ডিত উত্তর বঙ্গের প্রানকেন্দ্র নামে খ্যাত নাটোর জেলার গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাটোর জেলা কারাগার অন্যতম। 

১৯১৮ সালে ৯৪ জন বন্দি ধারন ক্ষমতা সম্পন্ন ১.১৫ একর ভূমির উপরে নাটোর শহরের কান্দিভিটায় নাটোর উপ-কারাগার প্রতিষ্ঠিত হয় । কালের বিবর্তনে ৩০/০৪/১৯৯৭ সালে উপ-কারাগারটিকে জেলা কারাগারে উন্নিত করা হয় । কিন্তু কারাগারে যথার্থ নিরাপত্তা এবং বন্দি আধিক্যতার কথা বিবেচনা করে ১৯৯৭ এ নাটোর শহরের উপকন্ঠে বড় হরিশপুরর ইউনিয়নে ৭.৫০ একর জমির উপর ২০০ জন (১৮০ জন পুরুষ ও ২০ জন মহিলা ) বন্দির ধারন ক্ষমতা সম্পন্ন বর্তমানে নাটোর জেলা কারাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । দীর্ঘ ১১ বছর নির্মাণ কাজ চলার পর গত ২৭ অক্টোবর ২০১১  তারিখে নব নির্মিত নাটোর জেলা কারাগারের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এ্যাডঃ সাহারা খাতুন (এম, পি ) এবং উদ্বোধনের তারিখ হতেই (২৭-১০-২০১১) নাটোর জেলা কারাগারের প্রশাসনিক কার্যক্রম শুরু হয় ।

বাংলাদেশ জেল ভিডিও লিংক

https://youtu.be/5lzdOcxh-Ik